বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা


বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় জায়গা নিয়ে বিরোধের জেরে ভারতের কয়েকজন নাগরিকের হাতে আহাদ আলী নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত আহাদ ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় বাংলাদেশি আহাদ আলীর। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।

ওসি মো. গোলাম আপছার জানান, লাশ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×