সিলেটে সাত লাখ টাকার চোরাই চিনি জব্দ; ট্রাকসহ আটক দুই


সিলেটে সাত লাখ টাকার চোরাই চিনি জব্দ; ট্রাকসহ আটক দুই

সিলেটে ভারতীয় চোরাই চিনিসহ আটক হয়েছেন দুই চোরাইকারবারি। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। 

জানা যায়, সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় পাথর বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারকালে ২৯৮ বস্তা চিনি উদ্ধার ও দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

আটকরা হলেন সিলেটের জৈন্তাপুর থানার পানিছড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও সিলেটের জৈন্তাপুর থানার খান চা বাগান এলাকার মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।

জব্দ করা চিনির বাজারমূল্য ৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা এবং ট্রাকের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে মালামালের মালিক সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মো. জয় (৩৭) বলে জানায় আটক দুইজন। আটক মালামাল ও ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (র.) থানার এফআইআর মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×