সিলেটে রিসোর্টকান্ডে নতুন মোড়: মামলার আসামি হলেন ছাত্রদল নেতা


সিলেটে রিসোর্টকান্ডে নতুন মোড়: মামলার আসামি হলেন ছাত্রদল নেতা

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় রিজেন্ট পার্ক ও রিসোর্টে হামলার ঘটনা ও অসামাজিক কাজে তরুণী-তরুণীকে বিয়ে দেয়ার ঘটনার নতুন মোড় নিয়েছে। এবার রিসোর্টের মালিক হেলাল উদ্দিন বাদি হয়ে ছাত্রদলের নেতাসহ ছয়জন এবং ২৫০-৩০০ জন অজ্ঞাতনামাকে আসামী করে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এ মামলা করা হয়। 

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া, ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫০-৩০০ জনকে।

এ বিষয়ে জানতে হেলাল উদ্দিনের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। 

প্রসঙ্গত, গেল রোববার (১৯ জানুয়ারি) বিকালে রিজেন্ট পার্ক ও রিসোর্টে স্থানীয়রা ১৬ তরুণ-তরুণীকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করে বিয়ে দিয়ে দেন। এ সময় বিক্ষুব্ধরা রিসোর্টে আগুন ধরিয়ে দেন। রিসোর্ট কর্তৃপক্ষের দাবি. ওই দিন হামলা ও অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×