সিলেটে অসামাজিক কাজের অভিযোগে তরুণ-তরুণী আটক


সিলেটে অসামাজিক কাজের অভিযোগে তরুণ-তরুণী আটক

সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সিলেট নগরীর রাজারগলিস্থ হোটেল নিউ জালালী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত তরুণ-তরুণী হলেন সিলেটের গোয়াইনঘাটের পাইকরাজ গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সালেহ আহমদ (২৩) ও নাসিমা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানার নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×