সিলেটে অসামাজিক কাজের অভিযোগে তরুণ-তরুণী আটক
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৩৮ পিএম, ২২ জানুয়ারী ২০২৫

সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সিলেট নগরীর রাজারগলিস্থ হোটেল নিউ জালালী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত তরুণ-তরুণী হলেন সিলেটের গোয়াইনঘাটের পাইকরাজ গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সালেহ আহমদ (২৩) ও নাসিমা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানার নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।