পাঁচবিবি সীমান্তে ফাঁকা গুলি ছুড়ল বিএসএফ


পাঁচবিবি সীমান্তে ফাঁকা গুলি ছুড়ল বিএসএফ

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভুঁইডোবা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির নায়েব সুবেদার নাঈমুল ইসলাম।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুব সকালে সীমান্তের ২৮২ নম্বর মেইন পিলারের ৪৩ নম্বর সাব পিলার এলাকায় গুলির শব্দ শোনা যায়। ওই এলাকার শূন্য রেখা হতে ভারতের অভ্যন্তরে বিএসএফের টহলদল এক রাউন্ড গুলি ছুড়েছে। এতে কোন হতাহত ও ক্ষতির ঘটনা ঘটেনি।

নায়েব সুবেদার নাঈমুল ইসলাম বলেন, গুলি ছোড়ার বিষয়টি বিএসএফ আমাদের কাছে স্বীকার করেছে। তারা বলেছে, চোরাকারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এখন চোরাকারবারিরা তাদের দেশের নাকি আমাদের দেশের তা জানা যায়নি। গুলির পর চোরাকারবারিরা কিছু ফেলে গেছে কিনা তা আমরা জানি না। এ ঘটনায় সীমান্তে কোনো সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×