জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু


November 16/jamalpur-1735476928.webp

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরতলীর ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ, দশম শ্রেণির ছাত্র রাহি ও ঢাকার পিপারেটরী স্কুলের নবম শ্রেণির ছাত্র রওশন। নিহত তিনজনই মামাতো ও ফুফাতো ভাই।

নিহতের স্বজনেরা জানান, স্কুলের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে আসে রওশন। দুপুরে দুই মামাতো ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় ৫ জন। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিনজন। পরে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তিন জনের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ- ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। ড্রেজার মেশিনের দ্বারা সৃষ্ট হওয়া গর্তে ডুবেই মারা গেছে তিন ভাই।

তবে ঘটনা তদন্তে কমিটি গঠনসহ শোকাহত স্বজনদের সহায়তা করার কথা জানিয়েছেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা  জিন্নাত শহীদ পিংকি।


এদিকে একই বাড়িতে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×