আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে: সমন্বয়ক লুৎফর


আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে: সমন্বয়ক লুৎফর

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান বলেছেন, বিগত সময়ে যারা ক্ষমতাসীন দল ছিল তারা এ দেশের মানুষের স্বার্থে, এ দেশের মানুষের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করেনি। সে দায়িত্ব আজ আপনাদের হাতে এসেছে, সে দায়িত্ব এমন ভাবে পালন করতে হবে যেন আগামীর বাংলাদেশে ৫০ বছর আপনাদের হাতে সুরক্ষিত থাকে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের পরিবার ও জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান এ কথা বলেন।

লুৎফর রহমান বলেন, এই দায়িত্ব এমন ভাবে নিতে হবে যেন সারা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়, বাংলাদেশের ছাত্র-জনতা এমন বিপ্লব ঘটিয়েছে, যে বিপ্লব গত দুই শতাব্দীতে পৃথিবীর ইতিহাসে ঘটেনি। পৃথিবীর ইতিহাসে মাত্র ২৫ দিনে একটি সরকার পতনের ঘটনা ঘটেনি।

লুৎফর রহমান  আরও বলেন, অন্তর্বর্তী সরকার চার মাস অতিবাহিত করার পরও আমরা দেখছি নানা সমস্যায় জর্জরিত আমার দেশ। এখনও কৃষক শ্রমিক জনতা যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দেখে সেই গতিতে তারা বেসামাল অবস্থায় দিন কাটায়। ৫ আগস্টের পর যে স্বাধীনতা সেই স্বাধীনতার সুফল কি শ্রমিক-জনতা ভোগ করছে? এই অবস্থার ভেতরে আমরা যে সরকারের সমালোচনা করতে পারছি—এটাই প্রাথমিক সফলতা বলে আমি মনে করছি। 

সন্ধ্যায় শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. হিফজুর রহমান, মশিউর আমিন, ইসতিয়াক আহমেদ শিহাব, জেলা কমিটির সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, জামালপুর জেলায় এমন একজন দানবের বসবাস ছিল যার একক আধিপত্যে জামালপুরে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। জামালপুরের মানুষ ৫ আগস্ট সেই প্রতিক্রিয়া দেখিয়েছে। আগামীতে জামালপুরে যদি কেউ সেই ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, কেউ দানব হতে চায় জামালপুরের ছাত্র-জনতা আবারও জবাব দিবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×