ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে শারীরিক হামলার সম্ভাবনা নিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডাকসুর ভিপিপ্রার্থী শামীম হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) জিডি দায়ের করা শামীম অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
জিডিতে তিনি বলেন, আমার নির্বাচনি প্রচারণার মূল লক্ষ্য হলো ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যা লেজুরবৃত্তিক ছাত্র সংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরবে।এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
শামীম হোসেন আরও উল্লেখ করেছেন, অনলাইন ও অফলাইনে তাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত দেখানোর উদ্দেশ্যে নানা ধরনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এই প্রোপাগান্ডার কারণে আমার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। নির্বাচনের আগে এবং পরে শারীরিক বা মানসিক আঘাতের আশঙ্কা করছি, জিডিতে তিনি লিখেছেন।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।