
দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, “আমাকেও শুনতে হয়েছে—উনি কী আমাদের লোক? এটি ধারাবাহিকভাবে চলে এসেছে।”
শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
আইজিপি বাহারুল আলম বলেন, “গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর প্রবল প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ শুরু করেছি। সেই অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আমরা এখনও কিছু জায়গায় হতাশা থেকে বের হতে পারছি না।”
তিনি আরও বলেন, “অনেকে বলছেন, এখনই পুলিশ কমিশন করতে হবে। রাজনৈতিক সরকার এলেই হবে না। তাহলে আমাদের ভবিষ্যৎ কী?”
স্বতন্ত্র কাঠামোর দাবি
বাহারুল আলমের মতে, “রাজনৈতিক নেতারা আমাদের অভিভাবক। তাদের আস্থায় রাখতে হবে, কিন্তু কোনও প্রভাব বিস্তার করা যাবে না। পুলিশকে একটি স্বতন্ত্র বডির আওতায় নিয়ে আসা জরুরি।”
তিনি বলেন, “গত দেড়শ বছরে যা হয়নি, পুলিশকে নিজ স্টেশন থেকে পালাতে হয়েছে—এত ঘৃণা কীভাবে তৈরি হলো? গত ১৫ বছরে আমরা কীভাবে ব্যবহৃত হয়েছি, তার ওপর আত্মসমালোচনা করা দরকার।”
নতুন পুলিশ আইনের প্রয়োজন
আইজিপি আরও বলেন, “মামলা তদন্ত ও গ্রেফতারের ক্ষেত্রে যেন কোনও নির্দেশনা না আসে। আইন অনুযায়ী কাজ করতে দিন। ১৮৬১ সালের পুলিশ আইনের ধারা ৩-এ সরকারের অসীম ক্ষমতা রয়েছে—এটি পরিবর্তন করা প্রয়োজন। নতুন পুলিশ আইন হওয়া উচিত, সৌভাগ্য হলো অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে।”
বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আর আলোচনা পত্র উপস্থাপন করেন পুলিশের অতিরিক্ত আইজি (অব.) ইয়াসমিন গফুর।
আলোচনায় অংশ নেন—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সাবেক আইজিপি নুরুল হুদা, অধ্যাপক শাহনাজ হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী, মানবাধিকারকর্মী নূর খান।
বৈঠকে উপস্থিত ছিলেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াত নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবং পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীম।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।