
সৌদি আরবের জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ৬৮কে শনিবার (১ নভেম্বর) মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিকে “১৯৮৪ সালের মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) বিমানবন্দর বিস্ফোরণের কায়দায়” ধ্বংস করার হুমকি পাওয়ার পর তা নিরাপত্তার কারণে করা হয়।
ইন্ডিগো একটি বিবৃতিতে জানিয়েছে, অবিলম্বে বিমানটিকে মুম্বাইতে নামানো হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয় এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তাদেরকে অবহিত রাখা হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি সকাল ৯:১০ মিনিটে হায়দরাবাদে পৌঁছানোর কথা ছিল। তবে হুমকির কারণে মুম্বাইয়ে অবতরণ করতে হয়। নিরাপত্তা পরীক্ষা শেষে বিমান প্রায় বিকেল ৪টায় হায়দরাবাদে পৌঁছায়।
ইন্ডিগো বলেন, “যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রোটোকল অনুযায়ী সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং সকল নিরাপত্তা প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে।”
সূত্র জানিয়েছে, হুমকির ইমেইলে ১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখ ছিল। ওই বছর ২ আগস্ট চেন্নাইয়ের মীনাম্বাক্কাম এলাকায় সংঘটিত বিস্ফোরণে ৩৩ জন নিহত হয়েছিল। ঘটনার পেছনে লঙ্কার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তামিল ঈলাম আর্মি দায়ী বলে অভিযোগ করা হয়েছিল।
এবারের হুমকি এবং বিমানটির নিরাপদ অবতরণের ঘটনা ইন্ডিগোর নিরাপত্তা প্রোটোকল এবং জরুরি ব্যবস্থা কার্যকর প্রমাণ করছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।