
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বিত শিক্ষার্থী সংসদ (ইউনিভার্সিটি স্টুডেন্টস সংসদ) প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকারকে হুমকি ও ধমক দেওয়ার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন।
খালিদ বলেন, আমরা প্যানেল ঘোষণা করার আগ থেকেই এটি ভাঙার চেষ্টা করা হয়েছে। মাহিন সরকার আমাদের সঙ্গে যোগ দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও তাকে প্যানেলে না আসার জন্য চাপ দেওয়া হয়েছিল। আমরা বিশ্বাস করেছিলাম, তিনি শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন।
তিনি আরও জানান, গতকাল মাহিন আমাকে ফোন দিয়ে বলেছেন, তার এলাকায় প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা কান্নাকাটি করছেন। ফলে তার পক্ষে এখানে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। আমি তাকে বলেছি এখন বসে গেলে নিজের রাজনৈতিক জীবনে শেষ পেরেক ঠুকে দেবেন। এটিই তার সঙ্গে আমার শেষ কথা হয়।
খালিদ অভিযোগ করেন, শুরু থেকেই ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাহিন আমাদের সঙ্গে থাকলেও স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি। শুধু মাহিনই নয়, প্যানেলের অন্য সদস্যদের ওপরও মন্ত্রীপাড়া সহ বিভিন্ন জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাচনে অংশ না নেন। এমনকি কারও ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।