
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা এখনও পুরস্কার পাননি। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতায় ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেন এবং কৃতিত্বের সঙ্গে বিজয়ী হন। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও সেই অর্জনের স্বীকৃতি হিসেবে প্রতীক্ষিত পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১৬৯টি পুরস্কারের জন্য বিজয়ী নির্ধারণ করা হয়েছিল। তবে দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও বিজয়ীরা এখনও তাদের প্রাপ্য সম্মাননা হাতে পাননি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থী বলেন, “খেলা শেষে ভেবেছিলাম অল্প সময়ের মধ্যেই পুরস্কার পাব। কিন্তু সাত মাস পার হয়ে গেছে, তবুও কিছু হাতে আসেনি। এতে খেলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।”
অ্যাথলেটিক্সে বিজয়ী জায়েদুল হক বলেন, “আমরা অনেক কষ্ট করে প্রস্তুতি নিয়ে অংশ নিয়েছি। কিন্তু পুরস্কার না পাওয়ায় মনে হচ্ছে আমাদের পরিশ্রমের কোনো স্বীকৃতি নেই। এটা সত্যিই হতাশাজনক।”
এ বিষয়ে নোবিপ্রবি শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. রুহুল কবির বলেন, “এই বিভাগে আমি নতুন দায়িত্ব পেয়েছি। অতি দ্রুত বিগত সময়ে যে ইভেন্টগুলোর পুরস্কার দেওয়া হয়নি সেগুলো দেওয়া হবে। ভবিষ্যতের প্রোগ্রামগুলো আগে বাজেট ফিক্সড করেই আমরা খেলা পরিচালনা করবো। একটা দ্রুত প্রসেস এবং স্ট্রাকচার থাকবে, যার মাধ্যমে পুরস্কারসহ ইভেন্টগুলো সময়মতো সম্পন্ন করবো।”
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।