
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ গোষ্ঠী সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের। বুধবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ জানান।
কাদের বলেন, ১৯৭৩ সালের নির্বাচনের মতো এবারও বিশেষ গোষ্ঠী ডাকসুকে বানচালের ষড়যন্ত্র করছে। তবে আদালতের রায়ে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, এজন্য আমরা রায়কে সাধুবাদ জানাই।
ভোটের আগে ও পরে ঘোষিত ৯ দিনের ছুটিকেও কাদের সমালোচনা করেন। তিনি বলেন, এই ছুটির মধ্যে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার একটি পাঁয়তারা করা হচ্ছে।
এসময় বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও অভিযোগ তোলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারুক, তা চায় না। তাই ভোটকেন্দ্রগুলো হল থেকে অনেক দূরে নির্ধারণ করা হয়েছে। তিনি অবিলম্বে ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের দাবি জানান।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।