কুবির সাবেক শিক্ষার্থী ছুরিকাহত, ছিনতাইয়ের শিকার
- কুবি প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৫৬ পিএম, ২৩ আগস্ট ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক সাবেক শিক্ষার্থীকে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাদের কবল থেকে রক্ষা পায়নি পরীক্ষার প্রবেশপত্রও। এ ঘটনায় ভুক্তভোগী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকালে কুমিল্লা শহরের চৌমুহনী এলাকায় মডার্ন হাসপাতালের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে জানান আক্রান্ত শিক্ষার্থী।
আহত শিক্ষার্থী মো. সজিব উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
অভিযোগে বলা হয়, সেদিন সকালে চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তিনি কান্দিরপাড় থেকে একটি সিরিয়াল সিএনজিতে ওঠেন। গাড়িটি চৌমুহনীর কাছে পৌঁছালে সিএনজিতে থাকা তিন যাত্রী হঠাৎ অস্ত্র বের করে তার গলায় ধরে। তারা তার মানিব্যাগ, মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেয়। শুধু প্রবেশপত্র ফেরত দেওয়ার অনুরোধ করলে তারা তা মানেনি, বরং পা ও নিতম্বে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয় এবং দুই জায়গায় সেলাই দিতে হয়।
ভুক্তভোগী সজিব উদ্দিন জানান, সিএনজিতে আগে থেকেই চারজন যাত্রী বসা ছিল। তিনি ওঠার পর গাড়ি ছাড়ে। “মডার্ন হাসপাতালের কাছে পৌঁছালে তারা আচমকা ব্যাগ থেকে অস্ত্র বের করে আমার গলায় ধরে। একজন আমার মোবাইল ফোন ও মানিব্যাগ নেয়, আর ব্যাগ দিতে দেরি করায় আমাকে চাপাতি দিয়ে আঘাত করে। আমি বারবার চাকরির পরীক্ষার এডমিট কার্ড ফেরত চাইলে তারা সেটিও নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং আমাকে হাসপাতালে নেয়। তবে এর আগেই তারা সব নিয়ে পালিয়ে যায়।”
ঘটনার বিষয়ে সদর দক্ষিণ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়াজ মোর্শেদ খান বলেন, “প্রাথমিকভাবে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি, তবে কেউ ঘটনাটি প্রত্যক্ষ করেছে বলে জানায়নি। ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করলে সিসিটিভি ফুটেজ দেখা যাবে। ইতোমধ্যে ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাকিংয়ের জন্য পাঠানো হয়েছে, দ্রুতই উদ্ধার সম্ভব হবে বলে আশা করছি।”