ডাকসু নির্বাচনে ছয় দিনে ১২৫ মনোনয়নপত্র সংগ্রহ


ডাকসু নির্বাচনে ছয় দিনে ১২৫ মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের গতি বাড়ছে। ষষ্ঠ দিন পর্যন্ত বিভিন্ন পদে মনোনয়ন নিয়েছেন মোট ১২৫ জন। শুধু রোববার (১৭ আগস্ট) একদিনেই সংগ্রহ করেছেন ৬৪ জন, একই দিনে হল সংসদের জন্য আরও ১০৮ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, “ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩ জন, সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন মনোনয়ন ফরম নিয়েছেন।”

এদিন ২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত জমা পড়েছে মোট ৩৮টি মনোনয়নপত্র।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×