পহেলা বৈশাখে চবিতে বৈশাখী শোভাযাত্রাসহ নানা আয়োজন


পহেলা বৈশাখে চবিতে বৈশাখী শোভাযাত্রাসহ নানা আয়োজন

পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৫) উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষকে বরণ করতে থাকছে নানা আয়োজন। 

চবি প্রশাসন আয়োজিত দিনব্যাপি কর্মসূচিতে থাকছে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা পর্ব, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত ব্যান্ড দল ‘সরলা’এর পরিবেশনা, পুতুল নাচ (উন্মুক্ত মঞ্চ), নাগরদোলা (অগ্রণী ব্যাংকের সম্মুখে খোলা জায়গা), বলি খেলা (মুক্ত মঞ্চ), বউচি খেলা (চাকসু প্রাঙ্গন) ও কাবাডি খেলা (বুদ্ধিজীবী চত্বর)।

এছাড়া দিনব্যাপি বৈশাখী ও লোকজ মেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটায় চবি স্মরণ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈশাখী উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে চবি জারুলতলা মূল মঞ্চে গিয়ে শেষ হবে। এরপর মূল মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আলোচনা সভায় প্রধান অতিথি মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং বিশেষ অতিথি থাকবেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×