
ইরানের একজন প্রবীণ সামরিক কমান্ডার বলেছেন, চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনে জায়নবাদী শাসকগোষ্ঠীর ভয়াবহ পরাজয় ঢাকতে ইসরায়েল রাজনৈতিক কৌশল ও মিডিয়া প্রচারণার আশ্রয় নিচ্ছে।
শনিবার (২০ ডিসেম্বর) এনবিসি নিউজের একটি প্রতিবেদনের পর ইরানের সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি এই মন্তব্য করেন।
এবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকে 'ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন আক্রমণের পরিকল্পনা' উপস্থাপন করবেন।
জেনারেল ওয়াহিদি বলেন, “ইসরায়েল বাস্তবতা বিকৃত করে একটি ভিন্ন চিত্র তুলে ধরার জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধ ব্যবহার করছে। তারা আমাদের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, ইসরায়েল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা, অভ্যন্তরীণ ও কৌশলগত সমস্যার মধ্যেও টিকে থাকার জন্য মরিয়া প্রচেষ্টায় নিয়োজিত। অন্যদিকে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।
আইআরজিসি-এর এই জ্যেষ্ঠ কমান্ডারের মন্তব্য, ইসরায়েলি বিবৃতি ও প্রচারণার মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা কম।