
রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ জেনারেল প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ রুশ জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ছিলেন।
স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) সকালেই দক্ষিণ মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটে বিস্ফোরণটি ঘটে।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, "একটি তদন্ত অনুসারে, গাড়ির নিচে স্থাপন করা বিস্ফোরক ডিভাইস সক্রিয় হয় এবং এতে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ফানিল সারভারভ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।"
মস্কোর প্রধান তদন্ত অধিদপ্তর একটি ফৌজদারি মামলা শুরু করেছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন তত্ত্ব অনুসরণ করা হচ্ছে, যার মধ্যে একটি হলো, ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থার কোনো ভূমিকা আছে কি না।
ফানিল সারভারভের জন্ম ১৯৬৯ সালের ১১ মার্চ রাশিয়ার পার্ম অঞ্চলের গ্রেমিয়াচিনস্কে। সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডিং পদে দায়িত্ব পালন করেছেন।
২০১৫-২০১৬ সালে তিনি সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৬ সালে তাকে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।