
ফেনীর ফতেহপুরে রেললাইনের পাশে ঝোপের মধ্যে জর্জ আদালতের সেরেস্তাদার এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ফেনী মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালবেলায় ফতেহপুর ওভারব্রিজ রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য-উপাত্ত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিচয় জানা গেছে—এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে শহরের বারাহিপুর এলাকায় মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বজনরা জানান, সকাল ৭টার দিকে এনামুল হক বাসা থেকে বের হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা তার লাশ উদ্ধারের খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তারা ধারণা করছেন, এনামুলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি করেছেন পরিবার।
ফেনী মডেল থানার ওসি ফৌওজুল আজিম জানান, “পুলিশ ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”