
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে রাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার ২২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।
তিনি জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে তিনি জানান, বড়দিনে সড়ক অবরোধ করে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না।