
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেছে বিএনপি।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৈঠকে মধ্যপ্রাচ্যের একটি দেশে একাধিক পোস্টাল ব্যালটের খাম একসঙ্গে গণনার ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কয়েকটি বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছি এবং কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। পোস্টাল ব্যালট নিয়ে আগের মতোই উদ্বেগ জানিয়েছি। কাজটা ঠিকমতো হয় নাই। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব দিতে হবে।’ তিনি আরও জানান, আচরণবিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি প্রসঙ্গ নিয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।
বিদেশে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, প্রবাসীদের ক্ষেত্রে পাঠানো ব্যালট পেপার সঠিকভাবে বণ্টন হচ্ছে না। তাঁর ভাষায়, ‘বেশ কয়েকটি বাসায় ২০০টির বেশি ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। পোস্টাল ব্যালট এবার প্রথম চালু হয়েছে; আমরা বুঝি কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু এই সুযোগে যেন কেউ ভিকটিমাইজড না হয়। বাস্তবে যে ভুলগুলো হচ্ছে, তাতে বিএনপি ভিকটিমাইজড হচ্ছে।’ এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে দলটি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালট ব্যবহারের পরিধি আরও বেশি হবে। সে কারণে বিএনপির প্রস্তাব হলো পোস্টাল ব্যালটে সব দলের প্রতীক না রেখে শুধু সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রতীক অন্তর্ভুক্ত করা। একই সঙ্গে ভোটার স্লিপে প্রার্থী ও দলের নাম যুক্ত করার কথাও কমিশনকে জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সফর বাতিল নিয়ে তৈরি বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধে চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে। এ নিয়ে অন্য দলগুলো কুৎসা রটাচ্ছে, যা আচরণবিধির লঙ্ঘন।’
উল্লেখ্য, গত মঙ্গলবার বাহরাইনের একটি বাসায় একসঙ্গে অনেকগুলো পোস্টাল ব্যালটের খাম বাছাই ও গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে বুধবার সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ‘ভিডিওতে ১৬০টি ব্যালট দেখা গেছে। কোনো খাম খোলা হয়নি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। পোস্টাল ব্যালট বিতরণে কোনো পদ্ধতিগত ব্যতিক্রম হয়েছে কি না, তা বাহরাইন পোস্ট তদন্ত করে জানাবে।’
ইসি সচিব আরও বলেন, ‘পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দে কেউ ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। তবে এটি করা উচিত হয়নি।’
আখতার আহমেদ জানান, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল ব্যালট বিদেশে পাঠায় এবং বিভিন্ন দেশে ডাক ব্যবস্থার ধরন ভিন্ন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাহরাইনে একই এলাকায় বসবাসরত ভোটারদের জন্য ১৬০টি ব্যালট একত্রে একটি বক্সে রাখা হয়েছিল। পরে কয়েকজন প্রবাসী বাংলাদেশি ভোটারদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার সময় ভিডিও ধারণ করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঘটনার পরপরই বাহরাইন পোস্টকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানাবে নির্ধারিত পদ্ধতি অনুসরণে কোনো ব্যত্যয় ঘটেছে কি না।
এদিকে নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলীকৃত ১২৯টি ব্যালট খাম বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাহরাইন পোস্টের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং সেগুলো আলাদাভাবে সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পুরো ঘটনায় কোনো খাম খোলা হয়নি এবং ভোটারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাও ক্ষুণ্ন হয়নি।