
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় থাকা ক্রিকেটাররা অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন। পদত্যাগের দাবির বদলে এবার তারা নাজমুল ইসলামের কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ক্রিকেটারদের এই নতুন দাবিও মানতে রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেটারদের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, বুধবার সন্ধ্যায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন বিসিবি সভাপতি। ওই সময় আরও কয়েকজন বিসিবি পরিচালক ফোনালাপে যুক্ত ছিলেন।
আলোচনার এক পর্যায়ে ক্রিকেটাররা জানান, বর্তমানে অনূর্ধ্ব-১৯ দল ও নারী দল দেশের বাইরে আন্তর্জাতিক ম্যাচ খেলছে। পাশাপাশি তারা নিজেরাও বিপিএলে অংশ নিতে আগ্রহী। এ কারণে ক্রিকেটের সার্বিক স্বার্থ বিবেচনায় তারা আগামীকাল থেকেই মাঠে নামতে প্রস্তুত বলেও জানান।
তবে মাঠে ফেরার আগে একটি শর্ত দেন ক্রিকেটাররা। তারা বলেন, ক্রিকেটারদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় এম নাজমুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বহাল রাখার দাবিও তোলেন তারা।
ক্রিকেটারদের এই শর্ত বাস্তবায়ন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নাজমুল ইসলাম ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিসিবি প্রধানের দাবি, একজন সম্মানিত ব্যক্তি হিসেবে নাজমুলের পক্ষে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সম্ভব নয়। এ বিষয়ে কোনো অনুরোধও করা যাবে না বলে ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দেন তিনি।
ফলে কোনো সমাধান ছাড়াই বিসিবি ও কোয়াবের মধ্যকার এই বৈঠক শেষ হয়।