
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার ঘোষণায় অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের দল শুক্রবার (১৬ জানুয়ারি) আলাদা সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়, যা প্রায় চার ঘণ্টা স্থায়ী হয়। তবে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না। ফলে শেষ পর্যন্ত তাদের জোটে থাকা নিয়েও প্রশ্ন জোরালো হয়।
বৈঠকের পর নেতারা জানিয়েছিলেন, আজ রাত ৮টার দিকে জোটের আসন সমঝোতার ঘোষণা আসছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হক বলেন, “ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা বৈঠকে উপস্থিত হতে পারেননি। আমরা আশা করছি, রাত আটটায় আসন সমঝোতার বিষয়ে ঘোষণা আসবে।”
এই জোট আগামী নির্বাচনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে অংশ নেবে। বৈঠকের পরে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করার জন্য বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
যদিও এই সংবাদ সম্মেলনে অনেকেই আশা করেছিলেন যে, ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত যোগ দেবেন, কিন্তু তারা আলাদা পথ বেছে নিল। এখন দেখা যাক, আগামীকাল পর্যন্ত হাতপাখা মার্কার নেতাদের সিদ্ধান্ত কী রূপ নেয়।