.png)
স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আবারও আলোচনায়। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি দেশের কয়েকজন শীর্ষ তারকাকে ঘিরে নিজের প্রশ্ন ও ভাবনার কথা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে মেগাস্টার শাকিব খান, নগরবাউল জেমস, দীপা খন্দকার এবং পরীমণির নাম।
সাক্ষাৎকারে আলাদা করে শাকিব খানকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন আসিফ আকবর। শাকিবের সংলাপ বলা ও গানে কণ্ঠ ব্যবহারের পার্থক্য নিয়ে তিনি বলেন,
‘আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন? ’
এর মাধ্যমে আসিফ আকবর বোঝাতে চেয়েছেন, প্লেব্যাক শিল্পীদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ব্যাকরণ রয়েছে, যা অনুসরণ করা জরুরি।
নগরবাউল জেমসকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আসিফের ভাষায়, ‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না। এর পেছনের কারণটা জানতে চাইব।’
পরীমণিকে নিয়েও নিজের ভাবনার কথা জানান আসিফ আকবর। তিনি বলেন, ‘পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।’
সাক্ষাৎকারে আসিফ আকবরের এই খোলামেলা প্রশ্ন ও মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে বিনোদন অঙ্গনে।