
দীর্ঘদিন পর দেশে ফিরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে আসন্ন নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত সাক্ষাৎ হয়। সে সময় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
পরবর্তীতে টানা ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর তারেক রহমান মুঠোফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কৃতজ্ঞতা জানান।