
বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এর মধ্যে শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।
আহতদের মধ্যে শিবিরের ৬ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কলেজে তাদের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদল হামলা চালায়। তারা জানান, এসময় "জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়" স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিজ নেতৃত্বে তাদের ওপর আক্রমণ করেন।
অন্যদিকে, ছাত্রদল অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে শিবির নেতারা বাধা দেন এবং এসময় তাদের অন্তত পাঁচজন নেতাকর্মীকে মারধর করা হয়।