
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে মাঠে নামার ঘোষণা দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেখান থেকেই এই বিষয়ে জানানো হবে।”
তিনি আরও জানান, তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন।
কোন দল থেকে ভোটের লড়াইয়ে নামবেন- এ প্রশ্নে আসিফ মাহমুদ জানান, “সেটা এখনও ঠিক করিনি।”
এর আগে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছিল, তিনি বুধবারই উপদেষ্টার পদ ছাড়ছেন। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) প্রার্থী হতে পারেন। এমনকি নির্বাচন সামনে রেখে ওই আসনের ভোটারও হয়েছেন তিনি।
এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন বলে আলোচনা চলছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজনকে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।
এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা ছিলেন, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। আর মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন।
এ বছরের ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হন। এরপর তার জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।