
বছরের শেষ মাসে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার।
রোববার (৪ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।
তবে অর্থবছরের সামগ্রিক হিসাবেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) দেশে মোট রপ্তানি আয় হয়েছে ২৩ হাজার ৯৯৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২৪ হাজার ৫৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা থেকে এবার ২ দশমিক ১৯ শতাংশ কম রপ্তানি আয় হয়েছে।