
যশোরের তারাগঞ্জ বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিপুল পরিমাণ এই মাদকের বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার সকালে ৪৯ বিজিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। দলটির নেতৃত্বে ছিলেন হাবিলদার মো. মনিরুজ্জামান। অভিযানকালে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। তবে এগুলোর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, ট্যাবলেটগুলো বাসে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
অভিযান শেষে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, "উদ্ধার মাদকদ্রব্য ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।"