
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের পেছনে থাকা নারী আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। তারা দুজন স্বামী-স্ত্রী বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন।
শনিবার (২৪ মে) দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ বলেন, ওই দম্পতি মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাকিলা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিকে, স্বামী শাকিব গাজী সেখানে চিকিৎসাধীন রয়েছে।