
আফগানিস্তানে আট মাস ধরে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি পিটার রেইনল্ডস (৮০) ও বার্বি রেইনল্ডস (৭৬)। শুক্রবার কাতারের মধ্যস্থতায় তাদের মুক্তি দেওয়া হয়।
দীর্ঘদিন আফগানিস্তানে বসবাসকারী এই দম্পতিকে গত ১ ফেব্রুয়ারি তালেবান সরকার আটক করে, যখন তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তালেবান জানিয়েছে, তারা আফগান আইন লঙ্ঘন করেছিলেন এবং বিচারিক প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনো অভিযোগ প্রকাশ করা হয়নি।
মুক্তির পর কাতারের এক কর্মকর্তা জানান, দম্পতিকে প্রথমে দোহায় স্বাস্থ্য পরীক্ষা করানো হবে, এরপর তারা যুক্তরাজ্যে ফিরে যাবেন।
এক বিবৃতিতে পিটার ও বার্বি রেইনল্ডস বলেন, এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দিয়েছে কূটনীতি, সহমর্মিতা ও আন্তর্জাতিক সহযোগিতার শক্তি।
পিটার ও বার্বি ১৯৭০ সালে কাবুলে বিবাহিত হন। তারা গত ১৮ বছর ধরে আফগানিস্তানে একটি দাতব্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছিলেন এবং তালেবান ক্ষমতায় আসার পরও দেশ ত্যাগ করেননি।
তবে বন্দিদশায় তাদের শারীরিক অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়ে গিয়েছিল। তাদের ছেলে জোনাথান রেইনল্ডস জুলাইয়ে জানিয়েছিলেন, তার বাবা জ্বরে ভুগছিলেন এবং মা অ্যানিমিয়া ও অপুষ্টির কারণে অচেতন হয়ে পড়েছিলেন।
সূত্র: বিবিসি