
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে নাটকীয় এক ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে। ডাকাতি মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের সহযোগিতায় তাকে পাশের একটি ঝোপ থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর থানার ডাকাতি মামলার আসামি মামুন ওরফে লাল চান ওরফে কালা চানকে কারাগার থেকে আদালতে হাজিরার জন্য আনা হয়। হাজিরা শেষে কোর্ট পুলিশ সদস্য আল আমিন আসামিদের গারদখানায় নিয়ে যাচ্ছিলেন। আদালতের ফটকের সামনে পৌঁছালে মামুন হাতকড়া খুলে দৌড়ে পালায়। এ সময় উপস্থিত লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন ধাওয়া করে তাকে ধরে ফেলে।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, “দুই আসামিকে একই হাতকড়ায় বেঁধে আনা হয়েছিল। মামুনের দিকে হাতকড়া কিছুটা ঢিলে ছিল। সেই সুযোগে সে কৌশলে হাত খুলে পালানোর চেষ্টা করে।”