
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, প্রতিরোধ বাহিনী কোনোভাবেই ইসরায়েলি আগ্রাসনের সামনে নত হবে না বা আত্মসমর্পণ করবে না।
বুধবার (১০ সেপ্টেম্বর) মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন।
ভাষণে তিনি বলেন, "লেবাননের মূল বিষয় হলো, সকল লেবানিজ নাগরিকের জন্য একটি জাতি গঠন।" শেখ কাসেম আরও বলেন, "হিজবুল্লাহ লেবানন ও তার ভূখণ্ড রক্ষার জন্য তাদের নেতাদের বলিদান দিয়েছে।"
তিনি বলেন, "প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে।" লেবানন সরকারকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল লেবাননকে নিয়ন্ত্রণ করে।"
তার ভাষ্যমতে, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় না যে লেবাননের কোনো সামরিক শক্তি থাকুক।" তিনি জোর দিয়ে বলেন, "হিজবুল্লাহ কোনো মূল্যে আত্মসমর্পণ করবে না। মার্কিন-ইসরায়েলি আগ্রাসন থামাতে লেবাননের জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি।"
নাঈম কাসেম জানান, ইসরায়েলি আগ্রাসন রোধে তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত। তিনি মঙ্গলবার দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গ টেনে সতর্ক করেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হতে পারে পরবর্তী লক্ষ্য।
তিনি বলেন, "গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার অংশ হিসেবে একদিন তেল আবিব সৌদি আরব এবং ইউএই-তেও হামলা করতে পারে।" তার দাবি, "ইসরায়েলকে এখন পর্যন্ত প্রতিরোধই থামিয়ে রেখেছে।"