ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি ভাড়া করা অফিসে লাইট বন্ধ নিয়ে তর্কের জেরে ৪১ বছর বয়সী ভীমেশ বাবু নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাত দেড়টার দিকে ‘ডাটা ডিজিটাল ব্যাংক’ নামে একটি প্রতিষ্ঠানের অফিসে নিহতের সঙ্গে সহকর্মী সোমালা বামশির তর্ক হয়। প্রতিষ্ঠানটি দৈনিক চলচ্চিত্রের শুটিং সংরক্ষণের কাজ করে। ভীমেশ বাবু বেঙ্গালুরুর চিত্রদুর্গা জেলার বাসিন্দা।
পুলিশের বরাতে জানা গেছে, রাতের শিফটে থাকা দুই কর্মীর মধ্যে লাইট অফ করার বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্কের একপর্যায়ে ২৪ বছর বয়সী সোমালা বামশি ক্ষোভের মাথায় ভীমেশের কপালে ডাম্বেল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ভীমেশ মারা যান।
ঘটনার পর সোমালা বামশি গোবিন্দরাজ নগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে খুনের মামলায় অভিযুক্ত করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে।
সূত্র: এনডিটিভি