
ভোরের নীরবতা ভেঙে উত্তরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনজন, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও বেশ কয়েকজনকে।
ফায়ার সার্ভিস জানায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার ১৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি হতাহতের বিষয়টি নিশ্চিত করে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, "সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ২য় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়।"
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। এ প্রসঙ্গে তিনি বলেন, "সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।"
এ ঘটনায় প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। তালহা বিন জসিম বলেন, "এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।"
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।