
রাষ্ট্রের ক্ষমতার চেয়ে জনগণের শক্তিকেই বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিককে শক্তিশালী হতে হবে এবং সমাজের সর্বস্তরে নারীদের সমান ও আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘সকলের স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে কাজ করার এবং স্বাধীনভাবে কাজ করার। প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন। আপনার এখানে কোনো বহিরাগত না, সাময়িক কারণে এখানে এসেছেন—এটা ভাববেন না। আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ। আপনি ইচ্ছা করলে এখানে বাড়ি-ঘর করবেন, এখানে স্থায়ী হবেন। এর মধ্যে দ্বিধা থাকার কোনো কারণ নাই। আপনাকে আবার পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতে হবে এটাও ভাবার কোনো কারণ নাই। ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না। আমরা সকলে একটা দেশের অধিবাসী।’
পার্বত্য অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘এটা কিন্তু নষ্ট হতে দেবেন না। এটা বিশ্বের সব দেশে আছে। আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। রংধনু যে রকম, সব সংস্কৃতি বাংলাদেশে থাকবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাব আগামী দিনে। আমরা যখন ডেলিগেশনে যাব, আপনার সংস্কৃতি, আপনার ভাষা, আপনার ইতিহাস নিয়ে যাব। এটাই বাংলাদেশ। সবার সব সংস্কৃতি আছে, ধর্ম আছে, ইতিহাস আছে, আপনাদেরকে এগুলো রক্ষা করতে হবে। এটা নষ্ট হতে দেবেন না। আর যদি সরকারি কোনো সাহায্য লাগে, যদি আমাদের সুযোগ হয়, সেটা বলবেন। সেই সাহায্য আমরা আপনাদেরকে দেবো।’