
রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “আগুনের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।”
নিহত পাঁচ জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তারা হলেন কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান।
আগুনের ঘটনা ঘটেছে সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের সাততলা ভবনের দ্বিতীয় তলায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগুনের খবর পেয়ে সকাল ৮টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সদস্যদের দ্রুত চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপিত করা হয়।
এই ঘটনায় আহত ১৩ জনকে তৎক্ষণাত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।