
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একাধিক শহরে একযোগে হামলা চালিয়েছে জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। এসব হামলায় অন্তত আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
শনিবার (৩১ জানুয়ারি) প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন এলাকায় কয়েকটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে বন্দুকধারীরা হামলা চালায়।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজসমৃদ্ধ বেলুচিস্তানে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াই চলছে। এই অঞ্চলে বিদ্রোহীরা নিয়মিতভাবে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক ও অ-স্থানীয়দের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশের অন্যতম সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে, বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে।
তবে এই দাবির বিষয়ে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কোয়েটায় অবস্থানরত এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, ‘বেলুচিস্তান জুড়ে, বিশেষ করে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি এবং গোয়াদার জেলায় সমন্বিত বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হচ্ছে। দুর্বল পরিকল্পনা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থার অধীনে দ্রুত পদক্ষেপ নেয়ায় আক্রমণগুলো ব্যর্থ হয়েছে।’
এদিকে হামলার প্রেক্ষাপটে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। নিরাপত্তা অভিযান জোরদার করার অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।