
বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হবার পর, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর পরিচালিত অভিযানে ভারত সমর্থিত ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তানের অন্তত ৪১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর), আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের হারনাই ও পাঞ্জগুর জেলায় দুটি পৃথক অভিযান পরিচালিত হয়। এই সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের গোপন আস্তানাকে লক্ষ্য করে হামলা চালায়। পরে সন্ত্রাসীরা পাল্টা হামলা চালায়, যার ফলেই হতাহতের ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেগুলো ধ্বংস করা হয়েছে।