
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জন কোয়েলের বৈঠকের পর যুক্তরাষ্ট্র শনিবার বেলারুশের পটাশ উৎপাদনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। এটি খবর দিয়েছে বেলারুশের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে বেলারুশ কোন ধরনের পদক্ষেপ নেবে, তা এখন পর্যন্ত জানানো হয়নি। বিশ্বে সার তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পটাশের প্রধান উৎপাদক দেশগুলোর মধ্যে বেলারুশ অন্যতম।
গত মাসে বেলারুশ বিষয়ক বিশেষ দূত হিসেবে জন কোয়েলকে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দায়িত্বের মধ্যে বেলারুশে এক হাজারের বেশি রাজনৈতিক বন্দীর মুক্তি ও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত আলোচনা রয়েছে। ইউরোপে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে কেন্দ্র করে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটার বরাত দিয়ে জানানো হয়, কোয়েল প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “আমরা ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ এবং ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে কথা বলেছি।”
দুই দিনের বৈঠকের বিষয়ে কোয়েল আরও বলেন, “প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি। যুক্তরাষ্ট্র ও বেলারুশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য কীভাবে ঘনিষ্ঠতার পথে এগোনো যায়, তা নিয়েও কথা হয়েছে। সেটাই আমাদের লক্ষ্য।”
কোয়েল উল্লেখ করেন, লুকাশেঙ্কোর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন কিছু পরামর্শ গ্রহণ করতে পারেন, আবার কিছু নাও করতে পারেন। এভাবেই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া সম্ভব।”
সূত্র: রয়টার্স