
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত পোস্টগুলো পরিকল্পিতভাবে সীমিত করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে তিনি ‘গোপনে থ্রোটলিং’ করার অভিযোগ এনেছেন।
৭৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্টে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে রাওয়ালপিন্ডির কারাগারে রয়েছেন। তিনি দাবি করে আসছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাকে দণ্ড দিয়ে আটক রাখা হয়েছে।
তার পরিবার জানিয়েছে, তাকে ‘একটি ডেথ সেলে’ একাকী রাখা হয়েছে এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।
৫১ বছর বয়সী জেমিমা গোল্ডস্মিথ ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন।
ইনস্টাগ্রাম ও এক্সে দেওয়া এক পোস্টে গোল্ডস্মিথ বলেন, ইমরানের কারাবস্থার পরিস্থিতি, তার নির্জন বন্দিত্ব কিংবা সন্তানের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গ তুললেই অ্যালগরিদম সেই পোস্টগুলোর বিস্তার সীমিত করে দেয়।
তিনি বলেন, এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ জানাচ্ছে—পাকিস্তানি কর্তৃপক্ষ ‘ইমরান খানের সমালোচনাকে’ দমন করাকে অনলাইন আইন প্রয়োগের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি হিসেবে দেখে। ফলে দেশে প্ল্যাটফর্মটি টিকিয়ে রাখার স্বার্থে এক্স নীরবে এই অবস্থান মেনে চলছে।
গোল্ডস্মিথ আরও বলেন, পাকিস্তানের সব টেলিভিশন ও রেডিওতে ইমরান খানের নাম ও ছবি নিষিদ্ধ। কারাদণ্ডের পর থেকে তার একমাত্র পরিচিত দৃশ্য হলো আদালতে তোলা একটি ছবি।
ইলন মাস্ককে উদ্দেশ করে তিনি বলেন, ইমরানের সঙ্গে ঘটে যাওয়া অবিচার তুলে ধরতে ‘এক্স’ই ছিল তাদের একমাত্র স্বাধীন মঞ্চ। তিনি স্মরণ করিয়ে দেন, মাস্ক বারবার আশ্বাস দিয়েছেন যে ‘এক্স’ বাকস্বাধীনতা রক্ষা করবে এবং বৈধ রাজনৈতিক মত প্রকাশকে নীরব করবে না।
গোল্ডস্মিথের দাবি, ২০২৫ সালে এক্সে তার পোস্টের দর্শকসংখ্যা ৯৭ শতাংশ কমে গেছে। একই সঙ্গে ২০২৩ সালের শুরু থেকে প্রতি মাসে ৪০০ মিলিয়ন থেকে ৯০০ মিলিয়ন পর্যন্ত ‘ভিউ’ হ্রাস পেয়েছে।