
আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে দেশে অবৈধ মোবাইল ফোন বেচাকেনা সম্পূর্ণভাবে বন্ধ হবে। তবে এর আগে কেনা সমস্ত ফোনকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)-এ নিবন্ধন করতে হবে। তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে একটি আলোচনা সভায় তিনি বলেন, “সচল ফোন সরকার বন্ধ করবে না। এছাড়া দামি ফোন সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে টেলিকম অপারেটরদের মাধ্যমে কিস্তিতে বিক্রি হওয়া ফোনে জানুয়ারি থেকে ক্যারিয়ার লক সুবিধা চালু হবে।”
এই আলোচনার আয়োজন করা হয়েছিল টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি-এর উদ্যোগে। এতে দেশের বৈধ ও অবৈধ ফোনের বাজারে এনইআইআর চালুর প্রভাব নিয়ে আলোচনা হয়।
বর্তমানে দেশে ১০ লাখের বেশি স্মার্টফোন আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) ক্লোন করা অবস্থায় ব্যবহার হচ্ছে। এতে সাইবার নিরাপত্তা ও মোবাইল ফোনের আর্থিক লেনদেন ঝুঁকিপূর্ণ হচ্ছে। বিটিআরসি এবার ক্লোনসহ সব ধরনের অবৈধ ফোন নিবন্ধন করবে।
সংস্থার মহাপরিচালক আরও নিশ্চিত করেছেন, সচল থাকা ফোন কোনভাবেই বন্ধ করা হবে না।