
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘মাইনাস ফোর’ প্রসঙ্গকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে।’
আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ প্রসঙ্গে তিনি জানান, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ক্ষমতা কোনো পক্ষের নেই। তার ভাষায়, সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাও শেষ করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি বলেও মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, তার দেশে ফেরা সম্পূর্ণ তার নিজের ও তার দলের সিদ্ধান্ত।
জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি দলের অতীত ভূমিকাকে স্মরণ করিয়ে বলেন, জাতীয় পার্টি ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে পরিচিত। দলটি নিষিদ্ধ নয়, তাই নির্বাচনে অংশগ্রহণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে তার মন্তব্য, আওয়ামী লীগের বহু অপরাধ সংঘটিত হয়েছে জাতীয় পার্টির সহযোগিতায়।