
হঠাৎ নেমে আসা তুমুল বৃষ্টি ও বজ্রপাতের আঘাতে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিপর্যস্ত হয়ে পড়ে। একটানা ভারী বর্ষণে শহরের বিভিন্ন সড়ক, এলাকাসহ বহু স্থাপনা পানিতে তলিয়ে যায়। ডুবে যায় অসংখ্য যানবাহন, ফলে পুরো শহরজুড়ে জনজীবন প্রায় অচল হয়ে পড়ে।
প্রায় পাঁচ বছর পর এমন বৃষ্টির অভিজ্ঞতা দেখল জেদ্দাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বৃষ্টিতে প্লাবিত সড়ক ও বন্যার দৃশ্যের বহু ভিডিও ছড়িয়ে পড়েছে। জলাবদ্ধতা কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে নামলেও আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, তাবুক অঞ্চলেও একইদিন ভারী বর্ষণ দেখা দেয়। অতিবৃষ্টির কারণে সেখানে ভূমিধস ঘটে এবং একটি সড়কের মাঝখানে বড় আকৃতির গর্ত সৃষ্টি হয়। নরম হয়ে যাওয়া মাটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় উদ্ধারকর্মীরা।
খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় সৌদি কর্তৃপক্ষ। জনসুরক্ষার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানায়, এখন আর নতুন করে ধসের আশঙ্কা নেই। তবে সাবধানতার অংশ হিসেবে সাধারণ মানুষকে ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: গালফ নিউজ