
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দিয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, যার মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
মঙ্গলবার ১৩ জানুয়ারি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে অবস্থিত ফেডারেল প্যালেসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা সোবহান তার পরিচয়পত্র পেশ করেন।
জেনেভায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশের পর সুইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুইস পররাষ্ট্রবিষয়ক ফেডারেল বিভাগের হেড অব প্রোটোকল টেরেন্স বিলেটার উপস্থিত ছিলেন।
আলোচনায় প্রেসিডেন্ট গাই পারমেলিন বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর পেরিয়ে গেছে ৫০ বছরেরও বেশি সময় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
সুইস প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং এ সময় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও খোঁজখবর নেন।
এর জবাবে রাষ্ট্রদূত নাহিদা সোবহান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট পারমেলিনকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, আগামী দিনগুলোতেও এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে সারা দেশে প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করবে।
তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নির্বাচন-পরবর্তী সময়েও বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে।
বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রেসিডেন্ট পারমেলিনকে বার্নে বাংলাদেশের একটি আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।
এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সুইস প্রেসিডেন্ট সন্তোষ ও উৎসাহ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সুইজারল্যান্ডের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রদূত নাহিদা সোবহানের সঙ্গে জেনেভায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ফজলে লোহানী বাবু এবং কাউন্সেলর সবুজ আহমেদ উপস্থিত ছিলেন।