
১০–দলীয় নির্বাচনী ঐক্যের শরিক একটি দলকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সুনামগঞ্জ-১ আসনে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছেন।
জানা গেছে, নির্বাচনী এলাকার কর্মী ও সমর্থকেরা দলীয় কার্যালয়ে তালা দিয়ে তাকে কার্যত অবরুদ্ধ করে রাখেন, যার ফলে তিনি সময়মতো মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। তোফায়েল আহমদ খান জামায়াতের সুনামগঞ্জ জেলা শাখার আমির এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য।
মঙ্গলবার বেলা তিনটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তিনি জেলা শাখার নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ, অফিস সম্পাদক মো. নুরুল ইসলাম এবং পৌর জামায়াতের আমির আবদুস সাত্তার মো. মামুনসহ দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের অবরোধের মধ্যে অবস্থান করেন।
নেতারা পরিস্থিতি শান্ত করতে এবং কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে তোফায়েল আহমদ খান মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন উঠেছে—শেষ পর্যন্ত জামায়াতের এই প্রার্থী কি নির্বাচনের মাঠে থাকবেন, নাকি পরিস্থিতির পরিবর্তনে নতুন সিদ্ধান্ত আসবে?