
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। বিএনপির এক বিদ্রোহী প্রার্থীসহ মোট আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি), মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন—
গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির আল আমিন।
গাজীপুর-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. সালাউদ্দিন সরকার, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হোসেন আলী, এবি পার্টির আব্বাস ইসলাম খান এবং খেলাফত মজলিশের খন্দকার রুহুল আমিন।
গাজীপুর-৩ আসনে এবি পার্টির মো. কৌশিক আহামেদ ও জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া গাজীপুর-৫ আসনে খেলাফত মজলিশের রুহুল আমিনও তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এই মনোনয়ন প্রত্যাহারের ফলে সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র নতুনভাবে রূপ নিচ্ছে।