
বাংলাদেশ–ইতালি সামরিক সম্পর্ককে আরও গভীর করতে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেইট মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও বিস্তৃত ও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় আন্ডারসেক্রেটারি অব স্টেইট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। আবেই’তে শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতিও গভীর শোক ও সম্মান জানান।
সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।