
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। দৃশ্যমানতা উন্নত হওয়ায় বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল পুনরায় চালু করে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে নদীতে ঘন কুয়াশা নেমে আসে। এতে নৌপথে দৃষ্টিসীমা অত্যন্ত কমে গেলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তখন দৌলতদিয়া–পাটুরিয়া রুটে সাময়িকভাবে ফেরি চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছে। দৌলতদিয়া ও পাটুরিয়া—উভয় ঘাটেই বাস, ট্রাক ও পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রীকে রাতভর ঘাট এলাকায় অপেক্ষা করতে হয়।
এদিকে কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপারের ঘটনাও চোখে পড়ে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দৃশ্যমানতা স্বাভাবিক না থাকলে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।
ফেরি চলাচল শুরু হলেও দীর্ঘ সময়ের স্থবিরতায় সৃষ্ট যানজট পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।