
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বহিষ্কৃতরা হলেন—রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী নজরুল ইসলাম সরকার এবং একই উপজেলার যুগ্ম আহ্বায়ক ও কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির নির্দেশে তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে তাদের বহিষ্কার করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
দলীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট কেরোয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন চলাকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই নেতা সম্মেলনের রিটার্নিং অফিসারের সঙ্গে হট্টগোলে জড়িয়ে পড়েন। ঘটনার সত্যতা যাচাইয়ের পর জেলা বিএনপির নেতারা এই শাস্তিমূলক ব্যবস্থা নেন।
এ বিষয়ে নজরুল ইসলাম সরকার ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।